10:30 pm, Thursday, 15 January 2026

‘প্রবাসী ভোটার অ্যাপ’ উদ্বোধন ১৮ নভেম্বর: ইসি সচিব

  • Reporter Name
  • Update Time : 01:08:54 pm, Sunday, 9 November 2025
  • 275 Time View

আগামী ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পাশাপাশি প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

রোববার (৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। আখতার আহমেদ বলেন, “মূলত ১৬ নভেম্বর অ্যাপটি উদ্বোধনের পরিকল্পনা ছিল। কিন্তু দিনটি রোববার পড়েছে, যা বিশ্বের অনেক দেশে সাপ্তাহিক ছুটির দিন। তাই প্রবাসীদের সুবিধা বিবেচনায় ১৮ নভেম্বর উদ্বোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তিনি আরও জানান, উদ্বোধনের নির্দিষ্ট সময় পরে জানানো হবে। একই দিনে চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করা হবে।

ইসি সচিব জানান, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে তৈরি করা অ্যাপটির নাম ‘Postal Vote BD’ (পোস্টাল ভোট বিডি)। এর মাধ্যমে প্রবাসে থাকা নাগরিকরা দূতাবাস বা হাইকমিশনের মাধ্যমে ভোটার হিসেবে নিবন্ধনের সুযোগ পাবেন। তিনি বলেন, “চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের মধ্য দিয়ে এবারের হালনাগাদ কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি হবে। প্রবাসী ভোটার অ্যাপ চালুর মাধ্যমে দীর্ঘদিনের উদ্যোগ বাস্তবায়নের নতুন অধ্যায় শুরু হবে।”

আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমানের নির্বাচন ভবনের সামনে অনশন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, “আইন অনুযায়ী যা বলার, তা আমরা চিঠির মাধ্যমে জানিয়েছি। তারা চাইলে আপিল করতে পারেন এবং ঘাটতিগুলো পূরণ করে পুনরায় আবেদন করতে পারেন। আপিল, সংশোধন বা সময় বর্ধনের সুযোগ প্রচলিত প্রথা। আমি অনুরোধ করব, তারা যেন অনশন ভেঙে আইনগত প্রক্রিয়ায় এগিয়ে যান।”

তিনি আরও বলেন, “যদি তারা পুনর্বিবেচনা বা সংশোধনের আবেদন করতে চান, তাহলে কমিশনের সচিব বরাবর আবেদন করতে পারেন। কমিশন আইনগত কাঠামোর মধ্যেই সব সিদ্ধান্ত নেবে।”

নির্বাচন ভবনের নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, নির্বাচন ভবন একটি কেপিআইভুক্ত প্রতিষ্ঠান, তাই সবাইকে সম্মানজনক ও দায়িত্বশীল আচরণ করতে হবে।

রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ আয়োজন প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, “নির্বাচন কমিশন সংলাপের প্রস্তুতি নিচ্ছে। আমরা প্রার্থী ও রাজনৈতিক দলের আচরণবিধিমালার গেজেট প্রকাশের অপেক্ষায় আছি। গেজেট প্রকাশের পরই সংলাপের সময়সূচি চূড়ান্ত করা হবে।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md Anwar Hossain

Popular Post

যশোরের নতুন ডিসি আশেক হাসান

‘প্রবাসী ভোটার অ্যাপ’ উদ্বোধন ১৮ নভেম্বর: ইসি সচিব

Update Time : 01:08:54 pm, Sunday, 9 November 2025

আগামী ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পাশাপাশি প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

রোববার (৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। আখতার আহমেদ বলেন, “মূলত ১৬ নভেম্বর অ্যাপটি উদ্বোধনের পরিকল্পনা ছিল। কিন্তু দিনটি রোববার পড়েছে, যা বিশ্বের অনেক দেশে সাপ্তাহিক ছুটির দিন। তাই প্রবাসীদের সুবিধা বিবেচনায় ১৮ নভেম্বর উদ্বোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তিনি আরও জানান, উদ্বোধনের নির্দিষ্ট সময় পরে জানানো হবে। একই দিনে চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করা হবে।

ইসি সচিব জানান, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে তৈরি করা অ্যাপটির নাম ‘Postal Vote BD’ (পোস্টাল ভোট বিডি)। এর মাধ্যমে প্রবাসে থাকা নাগরিকরা দূতাবাস বা হাইকমিশনের মাধ্যমে ভোটার হিসেবে নিবন্ধনের সুযোগ পাবেন। তিনি বলেন, “চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের মধ্য দিয়ে এবারের হালনাগাদ কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি হবে। প্রবাসী ভোটার অ্যাপ চালুর মাধ্যমে দীর্ঘদিনের উদ্যোগ বাস্তবায়নের নতুন অধ্যায় শুরু হবে।”

আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমানের নির্বাচন ভবনের সামনে অনশন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, “আইন অনুযায়ী যা বলার, তা আমরা চিঠির মাধ্যমে জানিয়েছি। তারা চাইলে আপিল করতে পারেন এবং ঘাটতিগুলো পূরণ করে পুনরায় আবেদন করতে পারেন। আপিল, সংশোধন বা সময় বর্ধনের সুযোগ প্রচলিত প্রথা। আমি অনুরোধ করব, তারা যেন অনশন ভেঙে আইনগত প্রক্রিয়ায় এগিয়ে যান।”

তিনি আরও বলেন, “যদি তারা পুনর্বিবেচনা বা সংশোধনের আবেদন করতে চান, তাহলে কমিশনের সচিব বরাবর আবেদন করতে পারেন। কমিশন আইনগত কাঠামোর মধ্যেই সব সিদ্ধান্ত নেবে।”

নির্বাচন ভবনের নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, নির্বাচন ভবন একটি কেপিআইভুক্ত প্রতিষ্ঠান, তাই সবাইকে সম্মানজনক ও দায়িত্বশীল আচরণ করতে হবে।

রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ আয়োজন প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, “নির্বাচন কমিশন সংলাপের প্রস্তুতি নিচ্ছে। আমরা প্রার্থী ও রাজনৈতিক দলের আচরণবিধিমালার গেজেট প্রকাশের অপেক্ষায় আছি। গেজেট প্রকাশের পরই সংলাপের সময়সূচি চূড়ান্ত করা হবে।”