কক্সবাজারের উখিয়া উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মার্কেটের বহু দোকান পুড়ে গেছে। আগুনে দোকানের মালামাল বাঁচাতে গিয়ে দগ্ধ হয়ে মোহাম্মদ আলী (৫৭) নামের এক ব্যবসায়ী প্রাণ হারিয়েছেন। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখিল গ্রামের মৃত আলী মিয়ার ছেলে।
ঘটনাটি ঘটেছে সোমবার বিকাল ৪টার দিকে উখিয়া উপজেলা স্টেশনের কৃষি ব্যাংক সংলগ্ন একরাম মার্কেটে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে ওসি জানান, নিহত মোহাম্মদ আলী উখিয়া কাঁচাবাজার প্রবেশমুখের গলিতে একটি ম্যাট্রেসের দোকান চালাতেন। আগুন লাগার পর তিনি দোকানের মালামাল সরাতে গিয়ে আগুনে দগ্ধ হন এবং ঘটনাস্থলেই মারা যান।
উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেন, বিকেলে হঠাৎ মার্কেটে আগুন লাগে এবং মুহূর্তের মধ্যে পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে রোহিঙ্গা ক্যাম্পের দুটি ইউনিট ও কক্সবাজার ফায়ার সার্ভিসের একটি ইউনিট যোগ দেয়। স্থানীয়দের সহায়তায় প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় বিকাল সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, আগুনের সূত্রপাতের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. সাজেদুল ইমরান শাওন বলেন, “দগ্ধ অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে আনা হলে তাকে মৃত ঘোষণা করা হয়। এছাড়া আরও কয়েকজন আহত ব্যক্তি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।”
উখিয়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি নুরুজ্জামান বাক্কা জানান, আগুনে ১৬টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে, আরও ৯টি দোকান ও স্থাপনা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আনুমানিক ৪০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
আগুন নিয়ন্ত্রণে আসলেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে হতাশা ও শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে।
কক্সবাজার প্রতিনিধি 









