খুলনায় ২১ বিজিবির অভিযানে ৫০৭ বোতল ভারতীয় ‘উইন কোরেক্স’ সিরাপ জব্দ
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর সদস্যরা পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ‘উইন কোরেক্স’ সিরাপ জব্দ করেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) ভোরে শার্শা উপজেলার কায়বা ও গোগা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মোট ৫০৭ বোতল সিরাপ উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়নের অধীনস্থ কায়বা বিওপি ও গোগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় সীমান্তবর্তী একটি স্থানে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় কোরেক্স সিরাপের বোতলগুলো উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার (পিবিজিএম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স) বলেন,
“দেশের সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”
স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে সীমান্ত দিয়ে ভারতীয় মাদক প্রবেশের প্রবণতা বেড়েছে। তাই বিজিবির তৎপরতা আরও জোরদার করা জরুরি বলে তারা মনে করছেন।
RihanHossain 









